চীনে একটি বৈজ্ঞানিক পরীক্ষায় ১২ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা অর্জিত হয়েছে। ১০১ সেকেন্ড এই তাপ ধরে রাখেন বিজ্ঞানীরা। এটি একটি বিশ্ব রেকর্ড। ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স অফ দ্য চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস (এএসআইপিপি) এর গবেষক গং জিয়ানজু এসব তথ্য গণমাধ্যমকে জানান বলে শুক্রবার (২৮ মে) উল্লেখ করেছে সিনহুয়া নেট।