এই করোনা অতিমারীর যুগে জনজীবন নানান ভাবে প্রভাবিত হয়েছে। বদলে গিয়েছে জীবন যাপন প্রণালী। গৃহবন্দী থাকার কারণে অধিকাংশ কাজকর্মই হচ্ছে বাড়িতে থেকেই। অফিসযাত্রীরা বাড়ি থেকেই কাজ করছেন। আবার পড়াশোনাও হচ্ছে অনলাইনে। অনলাইন গেমসের দৌলতে আগেই বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটি অনেক কমে গিয়েছিল। স্কুলের কয়েকঘণ্টা মোবাইল, ল্যাপটপ থেকে দূরে খেলাধুলোর সুযোগ পেত বাচ্চারা। করোনার প্রকোপে সেই সুযোগও এখন নেই। পড়াশোনাও হচ্ছে অনলাইনে। ফলে আগের তুলনায় আরও বেশি সময় তাঁরা মোবাইল বা ল্যাপটপেই কাটাচ্ছে।