দুই বছর আগে ‘লাইক’ সংখ্যা লুকানোর ফিচার পরীক্ষা শুরু করেছিল ইনস্টাগ্রাম। এখন ফিচারটি আনুষ্ঠানিকভাবে সবাইকে দেবে ফটো শেয়ারিং অ্যাপটি। ফলে সব ব্যবহারকারীই চাইলে লাইক লুকাতে পারবেন। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, ফিচারটিকে ঐচ্ছিক হিসেবে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। লাইক সংখ্যা লুকাতে চাইলে এটিকে সেটিংস থেকে চালু করে নিতে হবে ব্যবহারকারীদের।