চট্টগ্রামের হালদা নদী থেকে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করা শুরু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে ডিম সংগ্রহ শুরু হয়। উপমহাদেশে হালদা একমাত্র নদী, যেখানে দূরদূরান্ত থেকে কার্প জাতীয় মা মাছেরা বছরের নির্দিষ্ট সময়ে ডিম ছাড়তে আসে। পরে স্থানীয়রা সেই ডিম প্রাকৃতিক পদ্ধতিতে সংগ্রহ করেন। এরই মধ্যে সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ বলে ঘোষণা করেছে।