রাতের ঘুটঘুটে অন্ধকারে এক হাতে মোম জ্বালিয়ে আরেক হাত দিয়ে রান্না করছেন সখিনা বেওয়া (৫০)। ঘরের বাইরে বিকল্প আলোয় রান্না করতে পারলেও ঘর রয়েছে অন্ধকারে। তাই একদিকে নিরাপত্তার অভাব, অন্যদিকে রান্না শেষ করে সেই মোমের আলো জ্বালিয়ে ঘরে যেতে হবে তাকে। শুধু সখিনা বেওয়াই নন, তার মতো প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া ২৭টি পরিবার দীর্ঘদিন ধরে অন্ধকারে রয়েছে। পাকা এসব ঘরে আলো জ্বালাতে কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার অর্জুনা ইউনিয়নের গারাবাড়ী এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া পাকা ঘরগুলোতে বিদ্যুতের সংযোগ নেই। এছাড়া সেখানে খাওয়ার পানির জন্য বসানো হয়নি কোনো টিউবওয়েল। ফলে সেখানকার বাসিন্দাদের আশপাশের বাড়ি থেকে পানি এনে খেতে হচ্ছে।