ঘরবাড়ি ভেঙেছে প্রচুর। তবে বিভিন্ন উপকূলবর্তী জেলা থেকে আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াসের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে সেচের।
আজ, বৃহস্পতিবার ও কাল, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালই দিঘায় পৌঁছে শনিবার সেখানেও প্রশাসনিক বৈঠকে বসবেন তিনি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্য প্রশাসনিক কর্তাদের নিয়ে আকাশপথে বিপর্যস্ত এলাকাগুলিও ঘুরে
দেখবেন মুখ্যমন্ত্রী।