করোনা মহামারির মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন অন্তত ৬০০ নার্স। কিন্তু অর্থ বিভাগ থেকে যে প্রণোদনা দেওয়া হয়েছে সেখানে আছে মাত্র তিন জন নার্সের নাম। এ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের নার্সদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার অর্থ বিভাগ থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার অর্থ ছাড় করা হয়। এতে দেখা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ কোটি ৫৫ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। যাদের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন, ১ হাজার ৬৮৪ জন চিকিৎসক, তিন জন নার্স ও ২১৫ জন স্বাস্থ্যকর্মী। প্রত্যেকে প্রণোদনা হিসেবে দুই মাসের মূল বেতন পাবেন।