গুজরাতে ‘বুর্জখলিফা’, আকাশছোঁয়া বহুতল নির্মাণের অনুমতি এ বার ৫ শহরকে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ মে ২০২১, ১৯:২৮

গগনচুম্বী বহুতল বানাতে চায় গুজরাত। ঠিক যেমন দুবাইয়ের বুর্জ খলিফা। প্রধানমন্ত্রী মোদীর রাজ্যের ৫ শহরকে সেই অনুমতি দেওয়া হল। গুজরাত সরকারের নতুন নির্দেশে এখন ১০০ মিটারের বেশি উচ্চতার আকাশছোঁয়া বহুতল বানাতে পারবে ওই পাঁচ শহর। পাঁচ শহরের নাম আমদাবাদ, গাঁধীনগর, সুরাট, রাজকোট এবং বডোদরা। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী আগেই এই পাঁচ শহরে ৭০-এর বেশি তল বিশিষ্ট বাড়ি বানানোর অনুমতি দিয়েছিলেন। ২০২০-র অগস্টে দেওয়া ওই অনুমতির পরই ‘স্কাইস্ক্র্যাপার’ বা গগনচুম্বী বহুতল তৈরির ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছিল সরকারের কাছে। গুজরাত সরকার তাতে অনুমোদন দিয়েছে বলে বুধবার জানিয়েছে, মুখ্যমন্ত্রী রূপাণীর দফতর। টুইটারে তারা লিখেছে,‘গুজরাতের ৫ শহরের হাতে এখন আকাশছোঁয়ার সুযোগ। মুখ্যমন্ত্রীর অনুমোদনে বৈগ্রহিক বহুতল বানানোর ছাড়পত্র পেল এই ৫ বহুতল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us