শরণখোলায় বাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত, পানিবন্দি তিন হাজার পরিবার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ মে ২০২১, ১৬:১০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় জোয়ারের চাপে উপকূলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীরবর্তী ৩৫/১ পোল্ডারের রিং-বাঁধ ভেঙে কমপক্ষে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাঁধের ভেতরে ও বাইরে থাকা প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। যার ফলে খাবারসহ বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।


স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে বলেশ্বর নদী সংলগ্ন এলাকায় পানি বাড়তে শুরু করে এবংবুধবার সকাল থেকে উপজেলা জুড়ে গুড়িগুড়ি বৃষ্টি সহ ঝড়ো হাওয়ার পাশাপাশি নদীর পানি বাড়তে থাকে। একপর্যায়ে একই দিন দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী, তেরাবেকা ও চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা মো.  রোকা তালুকদার, মো. গনি হাওলাদার ও  মো. মানিক তালুকদারের বাড়ি সংলগ্ন এলাকা থেকে রিং-বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার বগী, খুরিয়াখালী, তেরাবেকা , চালিতাবুনিয়া, চাল-রায়েন্দা, সোনাতলা, রসুলপুর , রাজৈর  বান্দাঘাটা ও রায়েন্দা  বাজারসহ ৬-৭টি গ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বাঁধের উভয়পাশের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us