ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠির কাঁঠালিয়ার উপজেলার বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১৫ গ্রাম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে উপজলা পরিষদ এলাকার বিষখালী তীরের বাঁধের একটি অংশ ভেঙে পানি স্থানীয়দের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তলিয়ে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের। এতে আতঙ্কে রয়েছেন বাঁধভাঙা এলাকার বাসিন্দারা।