পাবলিক বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন দ্বীপ নয়

সমকাল প্রকাশিত: ২৬ মে ২০২১, ১১:৩৮

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার উঁচু মান না থাকা, গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তির প্রতি কিছু শিক্ষকের বেশি আগ্রহ দেখানো প্রভৃতি ঘটনার জন্য সংবাদপত্রে প্রকাশিত কিছু কলামে লক্ষ্য করি সমালোচনা করা হচ্ছে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই। যেন এই সমস্যাগুলোর জন্য একমাত্র শিক্ষকরাই দায়ী, অন্য আর কোনো পরিস্থিতির ভূমিকা নেই। যারা এমন সমালোচনা করেন, তারা ব্যক্তি এবং গোষ্ঠীর ওপর সামাজিক ব্যবস্থা এবং পরিবেশের জোরালো প্রভাব সম্পর্কে সচেতন নন বা এই সম্পর্কে জানেন না তা মনে করার কোনো কারণ নেই। তার পরও যখন দেখতে হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যার জন্য বিদ্যমান সামাজিক ব্যবস্থার দায় বিশ্নেষণ না করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই কেবল প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন সমালোচনা করার সময় সমস্যার গভীরে দৃষ্টি দেওয়া হয়নি তা-ই স্পষ্ট হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us