আজ শুভ বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধপূর্ণিমা। আজকের দিনটি বৌদ্ধদের জন্য এক অবিস্মরণীয় দিন। কারণ এ তিথি ঘিরে রয়েছে তথাগত বুদ্ধের তিনটি স্মরণীয় ঘটনা। ত্রি-স্মৃতিবিজড়িত এ তিথির তাৎপর্য অত্যন্ত বিশাল। সব পূর্ণিমা তিথি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কোনো না কোনো গুরুত্ব বহন করে। তবে, এবার করোনাভাইরাস মহামারীর কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এবারের শুভ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা উদ্যাপিত হবে অত্যন্ত সীমিত আকারে।