অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পরবর্তী উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রস্তুত রয়েছে। এ জন্য আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টার, নৌবাহিনীর ১৮টি যুদ্ধজাহাজ ও বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
আজ বুধবার (২৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।