কভিডের কারণে দেড় বছর টানা বন্ধ হয়ে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষার সব কাঠামো। করোনাকালে আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকানোর চিন্তা ছাড়া শিক্ষা-সংক্রান্ত অন্য কোনো দূরদর্শী সিদ্ধান্ত সরকারপক্ষ থেকে নেওয়া হয়নি। আমরা মনে করি করোনার অভিশাপ এক দিন কাটবে নিশ্চয়ই। আবার স্বাভাবিক সময় চলে এলে আশা করব সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘুরে দাঁড়াবে। অপরাজনীতির বিষবাষ্প থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে যাতে মুক্ত রাখা যায়, তেমন নীতি নির্ধারণ করবেন বিধায়করা।