দুই সিংহ নিয়ে সার্কাসে কসরত দেখানোর জন্য খাঁচায় ঢুকেছিলেন এক প্রশিক্ষক। কিন্তু খাঁচায় ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যে যে পরিস্থিতির মুখোমুখি হলেন সার্কাসের ওই প্রশিক্ষক, তা হয়তো কখনও কল্পনাও করতে পারেননি।
খাঁচার ভেতরে নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত ছিল সিংহ দুটি। সিংহের কসরত দর্শনার্থীদের দেখানোর জন্য ওই প্রশিক্ষক খাঁচায় প্রবেশের সঙ্গে সঙ্গে হঠাৎ বিগড়ে যায় দুটি সিংহই; হামলে পড়ে প্রশিক্ষকের ওপর। শুরু হয় তাঁকে নিয়ে দুই সিংহের টানাহেঁচড়া।