ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরায় ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার থেকে কয়েকটি স্থানে বেড়িবাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে ঢুকছে। সুন্দরবনসংলগ্ন নদীগুলোতে জোয়ারের পানি বাড়ছে। এতে উপকূলবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আটটি টহল ফাঁড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। আগেই সুন্দরবনের মধ্যে কর্মরত মৌয়াল ও জেলেদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।