করোনা অতিমারির মধ্যেই নতুন সঙ্কট ইয়াস ঘূর্ণিঝড়। পরিস্থিতির মোকাবিলায় সকলের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সাংসদ দেব। সকলের প্রতি তাঁর বার্তা, ‘কঠিন সময়। একসঙ্গে লড়তে হবে’। রাজ্য সরকার সকলের পাশে আছে বলেও জানিয়েছেন দেব।
মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তায় দেব বলেন, ‘‘আমরা সকলে চেষ্টা করছি, কী ভাবে মানুষকে ভাল রাখা যায়। এই করোনা মহামারির সঙ্গে আর একটা ঘূর্ণিঝড়ের মুখোমুখি আমাদের দাঁড়াতে হচ্ছে।’’ দেবের কথায়, ‘‘এটা কঠিন সময়। একসঙ্গে লড়তে হবে। পরের প্রজন্মকে বলার জন্য আমাদের কাছে অনেক স্মৃতি থাকবে।’’ একইসঙ্গে সকলের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।