ঘূর্ণিঝড় ‘যশ’র কারণে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী লঞ্চ থেকে শুরু করে ছোট নৌকাও চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার দুপুরে বিআইডাব্লিউটিএ’র পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘যশ’ প্রবল আকার ধারণ করেছে। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।