দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে ইটভাটাগুলোর জন্য নিঃস্ব হয়েছেন পাঁচ শতাধিক কৃষক। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানসহ বিভিন্ন ফসল পুড়ে গেছে। পরিপক্ব হওয়ার আগেই পচে ঝরে পড়ছে বাগানের পর বাগান গাছের আম। এছাড়া এলাকার বিভিন্ন ফলও পচে ঝরে পড়ছে।
এ বিষয়ে ভুক্তভোগী তিন শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছেন। ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে ইটভাটার কারণে আম ও ফসলের ক্ষতির বিষয়টি মানতে নারাজ ভাটার মালিকরা।