বরিশাল বিভাগের ২০ লাখ লোককে নিরাপদে সরিয়ে আনার পরিকল্পনা

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২১, ২০:৫৮




ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় বরিশাল বিভাগের জেলাগুলোতে ৪ হাজার ৯৯৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এসব আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপ্রবণ এলাকার ২০ লাখ লোককে যাতে তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে আনা যায়, সে লক্ষ্যে স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব আশ্রয়কেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয়, সেদিকেও খেয়াল রেখে বিশেষ ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হয়েছে।








বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান আজ সোমবার দুপুরে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বিভাগের ছয় জেলার জেলা প্রশাসকদের এসব নির্দেশনা দেন। ভার্চ্যুয়াল এই সভায় জেলা প্রশাসকেরা ছাড়াও বরিশাল বিভাগীয় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম যোগ দেন। পাশাপাশি অন্যান্য বিভাগের কর্মকর্তারাও এতে ছিলেন।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us