সোমবারেও কমল না পেট্রল-ডিজেলের দর। রবিবারের চড়া দাম বজায় রয়েছে সোমবারও। দেশের একাধিক শহরে রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। একনজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ অন্য বড় শহরে পেট্রল-ডিজেলের দাম-
কলকাতাতে আজ পেট্রল-ডিজেলের দর: সোমবার কলকাতায় পেট্রলের দাম রয়েছে ৯৩.২৭ টাকা। রবিবারও এই দামই বজায় ছিল। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে ৮৬.৯১ টাকা।