কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে যখন এ রাজ্যের বিজেপি বিধায়করা দিল্লিতে চিঠি পাঠাতে শুরু করেছেন, তখন স্বেচ্ছায় তা ছেড়ে উল্টো পথে হাঁটলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি, দলীয় কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। তাঁদের কোনও নিরাপত্তা নেই। এই অবস্থায় তিনি 'ওয়াই প্লাস' শ্রেণির কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরবেন না। লকেট আচমকা কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার করায় বেজায় অস্বস্তিতে পড়েছেন রাজ্য বিজেপির তাবড় নেতারা। কারণ, বাংলার প্রথম সারির তো বটেই, বিজেপির বহু চুনোপুঁটি নেতাকেও সিআরপিএফ জওয়ান সঙ্গে নিয়ে ঘুরতে দেখা যায়। গেরুয়া শিবিরের একাংশের মতে, নিজের নাক কেটে ওই সব নেতার যাত্রা ভঙ্গ করতে চেয়েছেন লকেট।