বগুড়ার শাজাহানপুর উপজেলায় পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি কারখানা থেকে ২০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে একটি প্লাস্টিক কারখানায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন করছে- এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সত্যতা পায়। পরে কারখানা মালিক ফিরোজ আহমেদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।