বাংলাদেশে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেকের মাঝে এক ধরনের অস্বস্তি কাজ করছে।
তবে সরকারের মন্ত্রীদের অনেকে বলেছেন, যেহেতু রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা হয়েছে, ফলে বিষয়টা এখন আইনগতভাবেই ফয়সালা হওয়া উচিত।
অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, সরকার এবং গণমাধ্যমের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে।
গত ১৮ই মে ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশি সময় আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তরের পর তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়েছিল।