লকডাউনে সব ধারাবাহিকের শ্যুটিং বন্ধ থাকলেও নাকি ‘মিঠাই’য়ের শ্যুটিং চলবে। কী ভাবে? উত্তর নেই জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের কাছে। এমন কথা তা হলে ছড়াল কে? নেটাগরিকদের যুক্তি, লকডাউনে যদি মিষ্টির দোকান খোলা থাকতে পারে তা হলে ‘মিঠাই’ কেন বন্ধ থাকবে? অর্থাৎ, মিষ্টির দোকানের গল্প নিয়ে তৈরি হওয়ায় এই ধারাবাহিকের শ্যুটিং বন্ধের কোনও নির্দেশ থাকবে না! ‘কাকলি ফার্নিচার’-এর মতো এই মিমও ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়। মিম বুঝিয়ে দিয়েছে, ছোট পর্দা ছেড়ে নেটমাধ্যমেও আপাতত রাজত্ব চালাচ্ছে ‘মিঠাই’।