স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনের সংস্কার কতদূর?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ মে ২০২১, ০৯:৩৬

গতি নেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন সংস্কার কার্যক্রমে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হলেও সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এদিকে মন্ত্রণালয়ের উইংসগুলো আওতাভুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংস্কারের কাজ শুরু করেছে। অবশ্য এক্ষেত্রে আইন পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে কার্যক্রম। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।


দেশে পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা। এগুলোর জন্য ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’, ‘জেলা পরিষদ আইন, ২০০০’, ‘উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯’ এবং ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ আইন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us