ধৃত চার নেতা-মন্ত্রী কি জামিন পাবেন? নাকি নিম্ন আদালত থেকে সরবে নারদ মামলা? এই প্রশ্নের উত্তর পেতে বৃহস্পতিবার সিবিআই থেকে শুরু করে ধৃত চার নেতা-মন্ত্রী, রাজ্য প্রশাসন এবং আমজনতারও নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। তবে এদিন বসল না হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন বেলা ২টো নাগাদ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের মামলা স্থানান্তর এবং অভিযুক্তদের তরফে জামিন স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন- দু'টিরই একসঙ্গে ফের শুনানি হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, 'অনিবার্য কারণবশত' প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (আদালতের পরিভাষায় প্রথম ডিভিশন বেঞ্চ) বৃহস্পতিবার বসছে না। তবে তার কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল ১১টায় ফের মামলার শুনানি হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে।