মৌসুমজুড়ে শুধু হতাশাই ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গী। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর, দীর্ঘ ৯ বছর পর হাতছাড়া হয়েছে ঘরের টুর্নামেন্ট সিরি 'আ'র শিরোপা। তবে মৌসুম শেষ হওয়ার আগে আনন্দের উপলক্ষ্য পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা।