শিশুদের জন্য ইনস্টাগ্রাম পরিকল্পনা বাতিলের আহ্বান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২১, ২১:০২

ফেইসবুককে ১৩ বছরের কম বয়সীদের জন্য তৈরি ইনস্টাগ্রামের কোনো সংস্করণ আনার পরিকল্পনা বাদ দিতে বলছেন ডেমোক্রেট সমর্থক মার্কিন আইনপ্রণেতাদের একটি দল। তাদের ভাষ্যে, ফেইসবুক “শিশুদেরকে অনলাইনে সুরক্ষিত রাখার অর্থবহ প্রতিশ্রুতি দিতে” ব্যর্থ হয়েছে।


সিনেটর এড মার্কে এবং রিচার্ড ব্লুমেন্টহল এবং কংগ্রেস পার্সন ক্যাথি ক্যাস্ট ও লরি ট্রাহান জানিয়েছেন, ফেইসবুক তাদের উদ্বেগের ব্যাপারে কোনো সাড়া দেয়নি। অন্যদিকে, ফেইসবুক এপ্রিলের ২৬ তারিখে এক চিঠিতে আইনপ্রণেতাদের জানিয়েছে, ইনস্টাগ্রামের ওই সংস্করণটি আনার জন্য তাদের কোনো সময় ঠিক করে রাখা নেই, তারা ধারণা করছে, এটি তৈরিতে “অনেক মাস” সময় পার হয়ে যাবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us