WhatsApp-এ নিয়মিত আমরা একাধিক ফরওয়ার্ডেড মেসেজ পেয়ে থাকি। কখনও কোনও ছবি, কখনও আবার কোনও খবরের লিঙ্ক চলে আসে আমাদের প্রোফাইলে। কিন্তু সেই সব মেসেজের সত্যতা যাচাই করতে গিয়ে আমাদের পায়ের ঘাম মাথায় ছোটার উপক্রম হয়। WhatsApp-এ আসা বেশির ভাগ মেসেজ গুরুত্বপূর্ণ হলেও, হতে পারে প্রচারিত সেই মেসেজ আদতে ভুয়ো। সম্প্রতি WhatsApp-এর ওয়েবসাইটে কিছু প্রশ্নোত্তরের (FAQ) মাধ্যমে তুলে ধরা হয়েছে যে, ভুয়ো খবর কী ভাবে চিনবেন। শুধু WhatsApp-ই নয়। এই মুহূর্তে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও ভুয়ো খবরের রমরমা বন্ধ করতে বদ্ধপরিকর।