বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকের করোনা পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে বসে আছেন ষাটোর্ধ্ব আবদুল বাতেন। তার বাড়ি কুমিল্লার তিতাস থানার গৌরীপুরে। পাশেই দাঁড়িয়ে আছেন তার স্ত্রী ও এক তরুণ। তাদের হাতে কয়েকটি ব্যাগ, এক্স-রে ও এমআরআইসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
করোনা পরীক্ষার জন্য বিএসএমএমইউতে এসেছেন আবদুল বাতেন। কিন্তু প্রবেশদ্বারে কর্তব্যরত নিরাপত্তারক্ষী দেয়ালে টানানো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখিয়ে তাদের অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করে আসতে বলছেন।