খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমচাষিরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন, তাদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না, সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।