বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মানুষের আয় কমলেও বেড়েছে সঞ্চয় প্রবণতা। এ সময়ের মধ্যেও গ্রাহকরা সঞ্চয়ের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য স্থান হিসেবে বিবেচনা করেছেন সঞ্চয়পত্রকে। ফলে সঞ্চয়পত্র বিক্রি বেড়ে সরকারের ঋণের পরিমাণও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুন-মার্চ) ৮৫ হাজার ৯৯০ কোটি ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একক মাস হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মার্চ মাসে। এ মাসেই বিক্রি হয়েছে দশ হাজার ৭৬২ কোটি ৫৪ লাখ টাকার সঞ্চয়পত্র।