ভারতের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত। রয়েছে ভ্যাকসিনের আকাল। করোনার থাবা থেকে বাঁচতে ভরসা ভ্যাকসিনে। ভারতের হাতে এসেছে আরও এক টিকা। রাশিয়ার এই টিকা ঘিরে দেশবাসীর একাংশের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে। কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর তৃতীয় ভ্যাকসিন হিসেবে ভারতে আপৎকালীন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে মস্কোর গ্যামেলিয়া ইন্সস্টিটিউটের তৈরি স্পুটিনিক ভি। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে দাবি করা হয় এই ভ্যাকসিনকে।