রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় বুধবার রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি। বেআইনি ওই কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করেছে তার রিপোর্ট বিকেল ৫টার মধ্যে পুলিশ কমিশনারকে জমা দিতে বলেছেন ধনখড়। একই সঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রেখেছেন, রাজ্যের পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণ কী?
বুধবার ধারাবাহিক ৩টি টুইটে এব্যাপারে উদ্বেগ জানিয়েছেন রাজ্যপাল। সোমবার নিজাম প্যালেসে রাজ্যের ৪ হেভিওয়েট নেতাকে গ্রেফতার ঘটনায় রাজভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল সমর্থকরা। পরে মঙ্গলবার ওই একই জায়গায় ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখান এক ব্যক্তি। দু’টি ঘটনারই ভিডিয়ো শেয়ার করে টুইটারে ধনখড় লিখেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা বিক্ষোভকারীদের সরানোর কোনও ব্যবস্থা নেয়নি। বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।