আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বয়সের আগেই চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে এর পেছনেও রয়েছে যথাযথ কিছু কারণ। বিশেষজ্ঞরা মনে করছেন, অকালে চুল পাকার পেছনে জিনগত প্রভাবের পাশাপাশি, অস্থিরতা, ধূমপান, দূষণ, মানসিক চাপ প্রভৃতি বিষয় কাজ করে।
সেক্ষেত্রে বাজারে চলতি হেয়ার কালার ব্যবহার করে অনেকেই। তবে এসব ক্যামিকেলযুক্ত হেয়ার কালারের রয়েছে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া। তাই আজকে আমরা জানবো এমন পাঁচটি প্রাকৃতিক উপায় যেগুলোর মাধ্যমে অল্প বয়েসে চুল পাকার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে।