সম্প্রতি আফগানিস্থান থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তা পুরো বিশ্ব রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।বিশ্বের সকল মোড়ল রাষ্ট্র এই বিষয়ে তাদের স্ব স্ব অবস্থান থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশ্ব রাজনীতির সকল রথী-মহারথীরা এই সৈন্য প্রত্যাহার কে ঘিরে বিভিন্ন প্রকার রাজনীতির জটিল হিসাব কষছেন।
এই সৈন্য প্রত্যাহারের ঘোষণাকে কেন্দ্র করে খোদ মার্কিন বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছে তীব্র মতভেদ।বিভক্ত হয়ে পড়ছে মার্কিন বুদ্ধিজীবী সমাজ। কেন বিশ্ব রাজনীতিতে এই বিভক্তি ? কেন বিশ্ব মোড়লদের মধ্যে এই মতভেদ ? এই প্রশ্নের উত্তর জানতে হলে আলোকপাত করতে হবে মার্কিন –আফগান সম্পর্কের ইতিহাসের দিকে।