পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার অসহযোগিতার অভিযোগ এনে গভর্নর জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিচ্ছেন মমতা ব্যানার্জি। একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় গভর্নরের অপসারণের দাবিতে প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
রাজস্থানের বাসিন্দা, পেশায় ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গে রাজ্যপাল হয়ে আসার পর থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে তার সংঘাত। সেই সংঘাতের জেরে মমতা দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সংঘাত চরম আকার ধারণ করে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে। মমতার মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনও তিনি নির্বাচন-পরবর্তী গোলমাল এবং সহিংসতার প্রসঙ্গ তোলেন। এরপর তিনি নির্বাচন-পরবর্তী সহিংস পরিস্থিতি দেখতে রাজ্যের বিভিন্ন এলাকায় সফরে যান।