সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

মানবজমিন প্রকাশিত: ১৯ মে ২০২১, ০০:০০

সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মরত সাংবাদিকরা। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। গতকাল বেলা ১১টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানান সাংবাদিক নেতারা। স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। গতকাল বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলা দিয়ে পুলিশে দেয়ার প্রতিবাদ জানিয়েছে বরিশালের সাংবাদিকেরা। সাংবাদিক নির্যাতনে জড়িতের বিচার করাসহ রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার নগরীতে এক প্রতিবাদ বিক্ষোভ হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেয়। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা ও পরবর্তীতে গ্রেপ্তার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল থেকে জানান, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে টাঙ্গাইল প্রেস ক্লাব। গতকাল বেলা সোয়া ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। স্টাফ রিপোর্টার, পাবনা থেকে জানান, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে পাবনা প্রেস ক্লাব। গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় প্রতিনিধি জানান, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পঞ্চগড় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঝিনাইদহ প্রতিনিধি জানান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বিকালে ঝিনাইদহ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিকাল ৫টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। পটুয়াখালী প্রতিনিধি জানান, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীতে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। কুষ্টিয়া প্রতিনিধি জানান, প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে সরাইল প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মির্জাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us