করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদনের জন্য দেশের ওষুধ কোম্পানিগুলোর সক্ষমতা যাচাই করেছে ওষুধ প্রশাসন। তাতে করে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস ও পপুলার ফার্মাসিউটিক্যালস এগিয়ে থাকলেও আরেক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস তালিকার পেছনে পড়েছে। আর বেশিরভাগ কোম্পানির টিকা উৎপাদনের সক্ষমতায় নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টিকাবিষয়ক কোর কমিটির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, ‘অবকাঠামোগত বিষয়াদি যাচাই করে দেখা গেছে, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে তিনটি ফার্মাসিউটিক্যালসের। তারা হলো ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। আমাদের দেশে এটা তৈরি করা যায় কিনা সে বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে কথা বলেছে।’