নোয়াখালীতে চুরির অভিযোগে ৫ কিশোরকে নির্যাতন

মানবজমিন প্রকাশিত: ১৮ মে ২০২১, ০০:০০

নোয়াখালীর হাতিয়ায় বিন্দি জাল চুরির অভিযোগে ৫ কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ৫ মাতব্বরকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল দুপুরে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, এ ঘটনায় গত রোববার রাতে নির্যাতনের শিকার কিশোর পদ দাসের পিতা হরিপদ দাস বাদী হয়ে ৬ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করেন। এখন পর্যন্ত ওই মামলার ৫ আসামিকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, রোববার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের জেলেপাড়ার গ্রাম্য সালিশে কিশোর জেলেদেরকে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। নির্যাতনের শিকার কিশোররা হলো- উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের জেলেপাড়ার বাসিন্দা সহদেব (১৫), কিরণ (১৫), শিশুপদ (১৬), সমূল্য (১৫) ও রতন (১৬)। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নির্যাতনের ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জেলা পুলিশ প্রশাসনের টনক নড়ে। পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হাতিয়া থানা পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় ৫ জনকে আটক করে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় জেলেপাড়ার নারী-পুরুষের সামনে ৫ কিশোরকে লাঠিপেটা করা হচ্ছে। এ সময় ওই পাঁচ কিশোর এবং তাদের পরিবারের নারী সদস্যরা আহাজারি করে তাদের ছেড়ে দেয়ার আহ্বান জানান। কান্নারত নারীরা এগিয়ে আসলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us