পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এরই মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কিছুটা বেড়েছে যাত্রীর চাপ। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করায় কোন রকম ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে এ সকল যাত্রীরা।
ঘাটে এসে কোন ভোগান্তি পোহাতে না হলেও সাধারণ মানুষকে মহাসড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সরকার দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। অতিরিক্ত ভাড়া দিয়েও তারা যানবাহন পাচ্ছেন না। যানবাহন সংকট রয়েছে চরমে।
আর তাইতো যানবাহন না পেয়ে অনেক যাত্রীকেই গন্তব্যে যেতে হচ্ছে অবৈধ গাড়িতে। অনেকেই আবার পণ্যবাহী ট্রাক কিংবা পিকআপ ভ্যানে যাত্রা করছেন। এ সকল গাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।