কোয়াড মূলত এক সামরিক জোট

প্রথম আলো মনজুরুল হক প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৭:৪০

ইংরেজি শব্দ কোয়াড্রিলেটারেল বা চতুর্পাক্ষিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোয়াড। নামই বলে দিচ্ছে এটি চার পক্ষের একটি জোট। ইদানীং চীনকে ঘিরে কোয়াডের হম্বিতম্বি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়তে শুরু করেছে এই অনানুষ্ঠানিক জোট।


চীনকে নিয়ে পশ্চিমের ভয় নতুন নয়। ২১ শতকে চীন দর্পিত ভঙ্গিতে অর্থনৈতিক অগ্রগতির পথে যাত্রা শুরু করলে পশ্চিমের দেশগুলোর মধ্যে অস্বস্তি দেখা দিতে শুরু করে। তাদের মধ্যে এ রকম আশঙ্কা দেখা দেয়, এখন থেকেই পদক্ষেপ না নিলে প্রায় চার শতাব্দীজুড়ে বিশ্ব রাজনীতিতে তাদের যে প্রতিপত্তি, তা হয়তো অচিরেই শেষ হয়ে যাবে। তাই চীনকে কীভাবে বাধাগ্রস্ত করা যায়, তার এক সুদূরপ্রসারী পরিকল্পনা তখন থেকেই তারা হাতে নিয়েছিল। এর মধ্যে আছে চীনের কাছাকাছি ভৌগোলিক অবস্থানে থাকা দেশগুলোকে নিয়ে একটি জোট গড়ে তোলা, যা কিনা বাস্তবিক অর্থেই চীনকে ঘিরে রাখতে সক্ষম হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us