ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত গরম ও রমজান মাসে মানুষের কাছে মৌসুমি ফলের তালিকায় ছিল তরমুজ ও আনারস। গরমের অবসাদ-ক্লান্তি দূর করতে তরমুজ আর আনারসের দামও ছিল আকাশ ছোঁয়া।
গত দুই দিন ধরে বাজারে তরমুজ ও আনারস অর্ধেক দামে বিক্রি হচ্ছে। মিলছে না ক্রেতাও। যেখানে প্রতি ১ পিস তরমুজ বিক্রি হতো ৩০০ থেকে ৪০০ টাকায়। সেখানে ওই তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৮০ টাকা। আর যেখানে আনারস বিক্রি করতো ২৫০ টাকা থেকে ৩০০ টাকা হালি সেখানে বিক্রি হচ্ছে ৯০-১৫০ টাকায়। পাশাপাশি দাম কমেছে কলার হালিও। যেখানে প্রতি হালি কলা ৬০-৭০ টাকায় বিক্রি হতো বর্তমানে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।