প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে জ্যামিতিক হারে বাড়ছে প্রযুক্তি পণ্যের ব্যবহার। আর ব্যবহার বাড়ার পাশাপাশি অব্যবহৃত বা অকেজো পণ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে সমগ্র দেশ। অথচ এসব বর্জ্য প্রক্রিয়াকরণ বা ধ্বংসে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় তা পরিবেশের জন্য ভয়াবহ হুমকির কাণ হতে পারে। তাই নীতিমালা-আইন করার মাধ্যমে এখনই ইলেকট্রনিক্স বর্জ্যের (ই-বর্জ্য) লাগাম টানা প্রয়োজন। নয়তো অন্যান্য বর্জ্যের তুলনায় ই-বর্জ্য দেশের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।