সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সময়ে এসে পাকিস্তানের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন ওয়াহাব রিয়াজ। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার একইসঙ্গে আবার জানালেন, বিশ্বকাপে খেলতে যাওয়ার ইচ্ছের কথাও।
ওয়াহাব মনে করেন, পাকিস্তানের ক্রিকেটে একটা সংস্কৃতি আছে, এক বা দুই ম্যাচের পারফরম্যান্স দেখেই খেলোয়াড়কে যাচাই করা হয়। সেইসঙ্গে খেলোয়াড়দের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট ও বোর্ড কর্তাদের যোগাযোগের অভাবকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাঁহাতি এই পেসার।