রংপুরের বিনোদনকেন্দ্রগুলো বন্ধ। একটু খোলামেলা পরিবেশে ঘুরতে ঈদের দিন শুক্রবার তিস্তা নদীর তীরে মানুষের ঢল নামে। পরিবারের সদস্যরা কখনো হেঁটে, আবার কখনো নৌকায় করে ঘুরে বেড়িয়েছেন। ঈদের পরের দিন আজ শনিবার প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে লোকজনকে বেড়াতে দেখা গেছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নানা বয়সের মানুষের উপস্থিতি। শহর থেকে চার কিলোমিটার দূরে ঘাঘট নদের পাড়ে দেখা যায়, গাছের ছায়ায় মানুষজন বসে আছেন। আবার অনেক পরিবারের সদস্যরা দল বেঁধে ঘুরছেন। শহরের কটকিপাড়া এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক সামসুল আলম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘অটোরিকশা ঘণ্টা হিসাবে ভাড়া করে ঘুরতে বেরিয়েছি।