'সা রে গা মা পা'-র বিচারক হইনি', চাঞ্চল্যকর মন্তব্য রূপমের

এইসময় (ভারত) প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৪:২৫

অন্য সময়: মানুষের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন কী ভাবে?

রূপম: আমার গানের যাঁরা অনুরাগী, তাঁরা দু'টি প্রতিষ্ঠান হিসেবে মূলত নিজেদের পরিচয় দেন। 'ফসিলস ফোর্স'। আর 'মুক্তক্ষেত্র'। বিভিন্ন জেলায় এঁরাই রাস্তায় নেমে কাজ শুরু করেছেন। করোনা আক্রান্তকে খাবার, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন কনসেনট্রেটার পৌঁছে দিচ্ছেন ওঁরা। হাসপাতালে ভর্তির ব্যাপারেও ওঁরা সংযোগসাধন করছে। এবং কোনও পরিবারের কোনও সদস্যের মৃতদেহ সৎকারে যদি সমস্যা হয়, তখনও ওঁরা সাহায্য করছেন। সৎকারের কথাটা আমার এ ভাবে বলতে খুব খারাপ লাগছে। কিন্তু বলছি, কারণ এটাই বাস্তব। ফেসবুক গ্রুপে কেউ যোগ দিয়ে একটা ফর্ম ভরতে পারেন। পুরো কাজের পদ্ধতিটা রূপসা (দাশগুপ্ত, রূপমের স্ত্রী) দেখাশোনা করছে। জেলায় ১২২ জন ভলান্টিয়ার রয়েছেন। যাঁরা সাহায্য পেয়ে সুস্থ হচ্ছেন, তাঁরাও অনেকে ভলান্টিয়ার হিসেবে যোগ দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us