ভার্চুয়াল অর্থের দুনিয়ায় কিংবা ক্রিপ্টোকারেন্সি হিসেবে বেশ জনপ্রিয় একটি নাম বিটকয়েন। ইলন মাস্ক কিছু দিন পরপর বিটকয়েন নিয়ে টুইট করে কখনো এটার দাম বাড়ান আবার কখনো এটার দাম কমান। এবার ইলনের দেখাদেখিই কিনা নিজের বিটকয়েনের ছবি ফেসবুকে দিলেন এটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে সেই বিটকয়েন কিন্তু মোটেও কোন ক্রিপ্টোকারেন্সি নয় বরং এটি একটি ছাগল।