আস্থা ভোটে হেরেও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন কে পি শর্মা ওলি। পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ফের প্রধানমন্ত্রী পদ ফিরে পেলেন তিনি।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গত সোমবার পার্লামেন্টে হওয়া আস্থা ভোটে হেরে যান কে পি শর্মা ওলি। কিন্তু অন্য বিরোধী দলগুলো নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বিদ্যা দেবী প্রধানমন্ত্রী পদে ফের নিয়োগ দেন ৬৯ বছর বয়সী ওলিকে। এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।